মুঘল সাম্রাজ্য

Show Important Question


141) The war which led to the establishment of Mughal empire in India / যে যুদ্ধের ফলে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়
A) Second Panipat war/ দ্বিতীয় পানিপথের যুদ্ধ
B) Third Panipat war/ তৃতীয় পানিপথের যুদ্ধ
C) First Panipat war/ প্রথম পানিপথের যুদ্ধ
D) Buxar War/ বক্সারের যুদ্ধ

142) When akbar was young, his guardian was / আকবর যখন ছোট ছিলেন, তখন তাঁর অভিভাবক ছিলেন
A) Bairam Khan/ বৈরাম খান
B) Abul Fazal/ আবুল ফজল
C) Hemu/ হিমু
D) Faizi/ ফৈজি

143) Where did babar die ? / বাবর কোথায় মারা যান ?
A) Delhi/ দিল্লি
B) Agra/ আগ্রা
C) Kabul/ কাবুল
D) Lahore/ লাহোর

144) Which of the following mughal emperor's tomb is outside india ? / নিচের কোন মুঘল সম্রাটের সমাধি ভারতের বাইরে ?
A) Akbar/ আকবর
B) Aurangzeb/ আওরঙ্গজেব
C) Shahjahan/ শাহজাহান
D) Jahangir/ জাহাঙ্গীর

145) The tomb of babar is at / বাবরের সমাধিটি কোথায় অবস্থিত
A) Lahore/ লাহোর
B) Sikandra/ সিকান্দ্রা
C) Sasaram/ সাসারাম
D) Kabul/ কাবুল

146) হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
A) বাবর
B) আকবর
C) জাহাঙ্গীর
D) শাহজাহান

147) মুঘল সম্রাটদের মধ্যে সুন্নিদের কাছে কে “জিন্দাপীর” নামে পরিচিত ছিলেন ?
A) ঔরঙ্গজেব
B) আকবর
C) বাবর
D) হুমায়ুন

148) The court language of Mughals was / মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল ?
A) Hindi/ হিন্দি
B) Urdu/ উর্দু
C) Arabic/ আরবি
D) Persian/ ফারসি

149) Which officer was called Bakshi during the ruie of Akbar ? / আকবরের রাজত্বকালে কোন রাজকর্মচারীকে বকসী বলা হত ?
A) An officer in charge of town administration/ শহরের শাসন ব্যবস্থায় ভারপ্রাপ্ত কর্মচারীকে
B) Officer in charge of military organization/ সামরিক সংগঠনের ভারপ্রাপ্ত কর্মচারীকে
C) An administrative/executive officer/ একজন শাসনতান্ত্রিক / কার্যনির্বাহী কর্মচারীকে
D) None of the above/ এদের কাউকেই নয়

150) আকবর কাকে “কবিপ্রিয়” উপাধি দিয়েছিলেন ?
A) সুরদাস
B) ফৈজী
C) আব্দুর রহিম খান-ই-খান্না
D) বীরবল

151) কোন মুঘল সম্রাট খুব ভালো বীনা বাজাতে পারতেন ?
A) আকবর
B) জাহাঙ্গীর
C) ঔরঙ্গজেব
D) শাহ জাহান

152) ঔরঙ্গজেব তাঁর পিতাকে কোথায় ঘরবন্দি করে রেখেছিলেন ?
A) তাজমহল
B) আগ্রা ফোর্ট
C) লাল কেল্লা
D) মতি মসজিদ

153) কে “শের আফগান” নামে পরিচিত ছিলেন?
A) আলিকুলি বেগ
B) ফারুক বেগ
C) মহম্মদ মুরাদ
D) কেউই নয়

154) শেরশাহ প্রতিষ্ঠিত বংশের নাম কি?
A) পাঠান বংশ
B) শূর বংশ
C) খান বংশ
D) শাহ

155) “বিবি-কা-মাকবার” কে বানিয়েছিলেন ?
A) আকবর
B) আজম শাহ
C) ঔরঙ্গজেব
D) নুরজাহান

156) ময়ূর সিংহাসনের সাথে কোন সম্রাটের নাম যুক্ত ?
A) বাবর
B) হুমায়ুন
C) আকবর
D) শাহজাহান

157) কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ইতালীয় পর্যটক মানুচি ভারতে আসেন ?
A) জাহাঙ্গীর
B) ঔরঙ্গজেব
C) শাহজাহান
D) আকবর

158) ভারতে সুরী রাজবংশের প্রতিষ্ঠা করেন—
A) শের শানি
B) শেরশাহ (খান)
C) খিলজি
D) কেউই নয়

159) In reference to Mughal period’s revenue collection system, ‘Zabti’ means / মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় ‘জাবতি‘ বলতে বোঝায়
A) Estimate/ পরিমাপ
B) Yield per unit area/ প্রতি ক্ষেত্রীয় এককে উৎপাদনের পরিমাণ
C) Based on Yield of crops/ শস্য উৎপাদনের মোট পরিমাণ
D) 1/3rd of total Yield/ মোট উৎপাদনের এক–তৃতীয়াংশ

160) আগ্রা দুর্গ তৈরী করেছিলেন –
A) আকবর
B) জাহাঙ্গীর
C) শাহজাহান
D) ঔরঙ্গজেব